অতিথী কলাম

যুদ্ধ বিধ্বস্ত দেশ ৪০ বছরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিধর দেশে রূপান্তরের গল্প (২য় পর্ব)

By মেহেরপুর নিউজ

November 13, 2019

মোঃ উসমান গনি,উপজেলা নির্বাহী অফিসার,মুজিবনগর, মেহেরপুর:

কোরিয়ায় যে বিষয়গুলো আমাদের নজর কেড়েছে প্রথমেই তা উল্লেখ করছি:

১। যোগাযোগ ব্যবস্থা: No obstacles, just highway এই নীতির মাধ্যমে দেশটি যুদ্ধ পরবর্তী সময়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছে। ১৯৬৮ সালে তারা সিউল থেকে পোর্ট সিটি বুসান পর্যন্ত চার লেনের হাইওয়ে নির্মাণ করে। জাতিসংঘের ভিয়েতনাম মিশনে সৈন্য প্রেরণ করে তা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দেশের প্রথম সুপ্রশস্ত ৪১৬ কিলোমিটার এ হাইওয়েটি নির্মাণ করে।

এখানে একটি শিক্ষণীয় বিষয় হলো, দেশটিতে অধিকাংশ জায়গায় জুড়ে রয়েছে পাহাড়। কিন্তু তাদের রাস্তাগুলো কোথাও আঁকাবাঁকা বা উঁচুনিচু নাই। কারণ হাইওয়ে বা ট্রেন লাইনগুলো নির্মাণের সময় যেখানে পাহাড় আছে সেখানে সরাসরি পাহাড়ের নিচে দিয়ে টানেল করে রাস্তা ও রেলপথ নির্মাণ করা হয়েছে। সবচেয়ে বেশি উন্নয়ন করেছে ট্রেন যোগাযোগ ব্যবস্থার। দ্রুত গতির KTX ট্রেন ঘন্টায় ৩০৫ কিলোমিটার বেগে চলে। সকল ট্রেন যথা সময়ে যাত্রা করে। তাদের ট্রেন স্টেশনগুলো আমাদের এয়ারপোর্ট থেকেও বড় ও আধুনিক।

শহরে চলাচলের জন্য প্রচুর আধুনিক এসি বাস রয়েছে। প্রতিটি বাসের নাম্বার ও নির্দিষ্ট স্টপেজ আছে। স্টপেজে একটি বোর্ডে বাসগুলোর রুট এবং কোন বাস কোন কোন গন্তব্যে যাবে তা উল্লেখ রয়েছে। বাসগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রুটে চলাচল করে। শহরের যে কোন স্থানে যাওয়ার জন্য যে কোন স্পট থেকে কয়েক মিনিটের মধ্যেই বাস পাওয়া যায়। ভাড়া নির্ধারিত, ভাড়া আদায়ের কোন লোক নাই। বাসে উঠার পর শুধু সেখানে স্থাপিত ডিভাইসে কার্ড পান্স করতে হয়। যাদের কার্ড নেই, বিশেষ করে বিদেশী পর্যটকদের ভাড়া পরিশোধের জন্য বাসের সামনে একটি বাক্স রাখা আছে। যাত্রীকে বাসের উঠে উক্ত বাক্সে টাকা ঢুকিয়ে দিতে হয়। এছাড়া শহরে মাটিরে নিচে দিয়ে সাব–ওয়ে রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ফলে মানুষ খুব দ্রুত শহরের এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করেতে পারে।

এ কারণে শহরে ট্রাফিক জ্যাম খুব বেশি দেখা যায় না। শহরে রাস্তায় সুপ্রশস্ত ফুটপথ রয়েছে। ফুটপথগুলোতে আধুনিক মানের বাহারি রঙের টাইলস বসানো হয়েছে। ফুটপথের পাশে সারি সারি আকর্ষণীয় বৃক্ষ শোভা পায়। সুন্দর ফুটপথগুলোতে হাটতেই আনন্দ লাগে।

 ২। পরিষ্কার–পরিচ্ছনতা: ৪টি শহরে কোথাও নোংরা, ময়লা–আবর্জনা চোখে দেখিনি। রাস্তায় একটি কাগজ বা পলিথিনও চোখে পড়েনি। ধুলা ময়লাও নাই কোথাও। এসব শহরের বিভিন্ন রেস্টুরেন্ট খেতে গিয়েছি কোথাও এক টুকরো পড়ে থাকা খাদ্য কণাও চোখে পড়েনি।

৩। ট্রাফিক সিগন্যাল: ১৩ দিন কোরিয়াতে কোন ট্রাফিক পুলিশ চোখে পড়েনি। সব কিছুই অটোমেশন। রাস্তার ব্যস্ততার ধরণ অনুসারে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের সময় নির্ধারণ করা আছে। কোন রাস্তার কোন সিগন্যাল দিয়ে কতটি গাড়ি চলাচল করে, কোন রাস্তা দিয়ে কতজন লোক পায়ে হেটে পারাপার হয় তা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে গণনা হয়ে যায়। তার প্রেক্ষিতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের সময় নির্ধারণ করা আছে, সে অনুযায়ী সিগন্যাল বাতি জ্বলে। চারটি শহরে সবসময় রাস্তায় চলাচল করেছি, কখনও কোন ব্যক্তি বা গাড়িকে সিগন্যাল অমান্য করতে দেখিনি। উল্লেখযোগ্য ট্রাফিক জ্যামও চোখে পড়েনি।

৪। তথ্য–প্রযুক্তি: প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোরিয়া অনন্য উচ্চতায় ‍প্রবেশ করেছে, যা চোখে না দেখলে বোঝানো কঠিন। পুরো সাউথ কোরিয়া দেশটি যেন একটি ফ্রি ওয়াইফাই জোন। প্রযুক্তির ব্যবহারে তারা এখন বিশ্বের এক নম্বর দেশ। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট কোরিয়াতে। প্রযুক্তির মাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা এখন স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়ন করছে।

 ৫। শিক্ষা: World best education systems র‌্যাংকিং এ সাউথ কোরিয়া এখন বিশ্বের এক নম্বর অবস্থানে! প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান তাদের এ অবস্থানে নিয়ে এসেছে। তাদের অভিভাবকদের সাথে বাচ্চাদের কথোপোকথনে প্রথম বাক্যই থাকে Have you finished your study?

৬। কোরিয়ান মানুষ: কোরিয়ার মানুষ খুবই শান্তিপ্রিয় ও পরোপকারী। তারা অত্যন্ত বিনয়ী ও মিষ্টভাষী। যেমন: রাস্তায় আপনি কোন কোরিয়ানকে কোন ঠিকানা জিজ্ঞাসা করলে সে পারলে আপনাকে ট্যাক্সিতে তুলে দিবে। কোরিয়ায় কোন দাঙ্গা–হাঙ্গামা, মারামারি নাই বললেই চলে। যেটা সত্য সেটাই বলবে, কোন প্রতারণার স্থান নাই। যা দেখেছি তাতে কোরিয়ানরা উচ্চ শিক্ষিত, পরিশ্রমী, সুশৃঙ্খল, সময়ানুবর্তী ও বিনয়ী জাতি।

যুদ্ধ বিধ্বস্ত কোরিয়ার এত উন্নয়ন সম্ভব হলো কিভাবে?

কোরিয়া যে উন্নয়ন সাধন করেছে তাকে Miracle of Han River নামে অবিহিত করা হয়। কিন্তু তাদের কোন প্রাকৃতিক সম্পদ নাই, খুব বেশি সমতল ভূমিও নাই (মাত্র ৩০%) । যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের কী ছিলো উন্নয়নের মূলমন্ত্র, কী ছিলো তাদের পলিসি, কী ছিল তাদের কমিটমেন্ট? 

চলবে———–