নিউজ ডেস্ক, ১৪ মে:
যুক্তরাষ্ট্রের ৬০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। তিন দিন আগে ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ হারে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে এমন ঘোষণা দিল বেইজিং।
গতকাল সোমবার চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ পলিসি কমিশন বলেছে, পাঁচ হাজার মার্কিন পণ্যের ওপর ৫ থেকে ২৫ শতাংশ হারে এই শুল্ক ১ জুন থেকে কার্যকর করবে তারা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘মার্কিন চাপে নত হবে না চীন।’
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ‘চীন বহুদিন বাড়তি সুবিধা নিয়েছে। এ ছাড়া প্রয়োজনে চীনা পণ্য বর্জনেরও হুঁশিয়ারি দেন ট্রাম্প।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘চীনের পরিবর্তে ভিয়েতনামসহ এশিয়ার অন্য দেশগুলোকে বাণিজ্য সুবিধা দেবে যুক্তরাষ্ট্র।’
ক্ষমতাধর দুটি দেশের মধ্যকার বাণিজ্যযুদ্ধের ফলে প্রভাব পড়ছে সবজি, ফলের জুস, ভোজ্যতেল, চা, কফিসহ ভেড়া, গরু ও শুকরের মাংস এবং মাংসজাত খাদ্য পণ্যের বাজারে।