মেহেরপুর নিউজ,১১ ফেব্রুয়ারি: খুলনা বিভাগীয় রেঞ্জ পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, বলেছেন যারা পেট্রোলবোমা মারবে তাদের পেট্রোল বোমা দিয়েই প্রতিহত করুন।তাদের ঘটনাস্থলেই শেষ করে দিবেন,এর দায় দায়িত্ব আমার। তিনি আরো বলেন, এলাকার নাশকতা প্রতিহত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। যারা এ ধরনের কাজ করে তারা পশুর থেকে অধম। তাইন সমাজে শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবো। মনিরুজ্জামান আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক আইনশৃংখলা বিষয়ক সভায় সভাপতিতর বক্তব্যে এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরহাদ হোসেন বলেন, সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে স্বাধীনতা বিরোধী এক
চক্র রাজণীতির নামে সহিংস ঘটনা ঘটিয়ে চলছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, খুলনা র্যাব-৬ পরিচালক লে. কর্ণেল এনামুল আরিফ সুমন, অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, দিদার আহমেদ, বিজিবি মিরপুর সেক্টর অধিনায়ক কর্ণেল জাভেদ সুলতান, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অপারেশন অফিসার মেহেদী হাসান,মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ প্রমুখ। এর আগে সদর উপজেলার সহিংস-অবেরাধ খ্যত এলাকা রাজনগরে এক পথসভায় বক্তব্য রাখেন ডিআইজি মনিুরজ্জমান। পরে গাংণীতে পৃথক একটি সভায় যোগদানের কথা রয়েছে।