তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
৬০ বছর বয়সী আব্দুল ওয়াহিদ সরদারের কর্মকান্ড দেখে অনেকে হতবাক হয়েছেন। খুব নিকট থেকে বৃক্ষের কান্না অনুভব করেছেন তিনি। তারপর থেকে আর থেমে থাকেননি। দিনের পর দিন পেশা পরিবর্তন করে ছুঁটে চলেছেন গাছের বুকে বসিয়ে রাখা পেরেক, বিলবোর্ড, পোষ্টারসহ সবকিছুই উপড়ে ফেলার কাজে। সম্পুর্ণ সেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে চলেছেন তিনি। এ কাজে ব্যবহারের সরঞ্জাম ও তার উদ্যম ও কর্মচাঞ্চল্যতা দেখে অনেকেই অবাক হয়েছেন। তাকে খুব কাছ থেকে দেখার ইচ্ছাপোষণ করেছেন অনেকে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী হাসপাতাল বাজারে রাস্তার পাশে কাজ করার সময় সাংবাদিক তোফায়েল হোসেন মেহেরপুর নিউজ অনলাইন পোর্টালের লাইভে বিষয়টি তুলে ধরেন। লাইভে দেখার পর অনেকে সাধুবাদ জানিয়েছেন কর্মবীর বৃক্ষপ্রেমি ওই ওয়াহিদকে। ওয়াহিদ যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের মরহুম গোলাম ইয়াহিয়া’র ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। ২০০৬ সাল থেকে বিভিন্ন সড়কে গাছ লাগিয়ে আসছেন। একদিন বিকেলে তিনি একটি গাছের সাথে হেলান দিয়ে বসার সময় পিঠে ব্যথা অনুভব করেন। ভালকরে পর্যবেক্ষণ করে দেখেন গাছটিতে পেরেক বসানো রয়েছে। তিনি সে সময় শুধু নিজের নয় ওই গাছটিরও ব্যথা অনুভব করেন। তারপর থেকে তিনি তার পেশা পরিবর্তন করে বেছে নিয়েছেন এক অন্যরকম কাজ।
এ কাজ তাকে শুধু একজন বৃক্ষপ্রেমির মর্যাদা নয়, প্রধানমন্ত্রীর পুরস্কারও এনে দিয়েছে। যশোর থেকে শুরু করা হলেও তিনি কেবলমাত্র যশোরের মধ্যেই সীমাবন্ধ থাকেননি। এ কাজের সুবাদে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও আজ তিনি মেহেরপুরে এসে পৌঁছেছেন। তিনি মেহেরপুর অঞ্চলের মানুষের সহযোগিতা ও ব্যবহারে খুবই খুশি। তার কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে যশোর সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার ৩০ অক্টোবর ২০১৪ সালে তাকে একটি লিখিত প্রত্যয়ন পত্র প্রদান করেন। তিনি প্রত্যেক স্থানে সরকারী ও বেসরকারী সহযোগিতা পেয়ে আসছেন। এ কাজে তিনি এ যাবৎ সাড়ে ৯ মন পেরেক জমা করেছেন। এ পেরেকসহ কোন কিছু তিনি বিক্রি করেননি। তিনি ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুরের মানুষের প্রশংসা করেন । তিনি গাছের গুনাগুন ও সুফল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষকে গাছের প্রতি মানবিক হতে অনুরোধ জানান। তিনি প্রায় ১২ শত কিলোমিটার সাইকেলে চড়ে ২৩ হাজার গাছের পেরেক অবমুক্ত করেছেন।
তিনি ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন এবং নগদ ২৫ হাজার টাকা অনুদান পেয়েছেন মাননীয় প্রধানমন্রীর কাছ থেকে। এ কাজে তিনি সাইকেলে বিভিন্ন যন্ত্রপাতি বহন করে থাকেন। কেউ কিছু খাওয়ার ব্যবস্থা করলে খান না হলে প্রয়োজনে না খেয়ে থাকেন তবু ও কারো কাছে সাহায্য চাননা । যে কোন চায়ের দোকানের বেঞ্চে কাটিয়ে দেন রাতটি। সকাল ৬ টায় আবার সে ছুটে চলে তার আপন গতিতে। প্রত্যক্ষদর্শীরা অনেকেই তাকে সরকারী সহযোগিতা দেয়ার অনুরোধ জানিয়েছেন।