টপ নিউজ

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

By মেহেরপুর নিউজ

May 14, 2021

মেহেরপুর নিউজ:

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। শুক্রবার মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

দেশে করোনা পরিস্থিতির কারণে গত বছরের ন্যায় শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ প্রতিটি মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়। হোটেল বাজার জামে মসজিদে ইমামতি করেন হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ রোকনুজ্জামান এখানে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল সহ শত শত মুসল্লী স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করেন। মেহেরপুর শহরে প্রায় ৬৬ টি মসজিদে সকাল ৮ টায় ঈদের ১ম জামাত অনুষ্ঠিত হয়। বড় বাজার জামে মসজিদ সকাল ৮ টায়ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় মাওলানা আব্দুল হান্নান এখানে ইমামতি করেন।

মেহেরপুর বাস স্ট্যান্ড পাড়া জামে মসজিদ সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইসলামের নামাজ আদায় করেন। কোট জামে মসজিদ সকাল ৮ টায় জামাত অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলম খান কোড জামে মসজিদে নামাজ আদায় করেন। পুলিশ লাইন জামে মসজিদ সকাল ৮ টায় জামাত অনুষ্ঠিত হয় পুলিশ সুপার এস এম মুরাদ আলি এখানে নামাজ আদায় করেন। মেহেরপুর শহরের ইয়াদা পাড়ায় পরমের মাহফুজুর রহমান নামাজ আদায় করেন। এছাড়া শহরের নতুন পাড়া জামে মসজিদ সকাল ৮ টায়, আনসার ব্যারাক জামে মসজিদ সকাল ৮ টায়, স্টেডিয়াম পাড়া জামে মসজিদ সকাল ৮ টায়, আল ফালাহ জামে মসজিদ সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে মেহেরপুর সদর থানায় সকাল ৭ টায় এবং সকাল সাড়ে ৬ টায় সাহাজীপাড়া জামে মসজিদে প্রথম জামাত এবং সাড়ে ৭ টায় মহিলাদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।এদিকে নিজ নিজ এলাকার মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে কবরস্থানে গিয়ে নিকটাত্মীয়দের জন্য কবর জিয়ারত করেন। কবর জিয়ারত সকলের মোনাজাত করেন এবং তাদের নিকট আত্মীয়দের জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেন।