মেহেরপুর নিউজঃ
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেহেরপুর জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন।এ সময় জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শহীদ মিনারের পাদদেশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম শহীদ মিনারে পুষ্পমাল অর্পণ করেন। পরে জেলা প্রশাসককে সাথে নিয়ে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীউল হক, এবং জেলার মুক্তিযোদ্ধাগণ পুষ্প মাল্য অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে র্যাব, স্বাস্থ্য বিভাগ, সদর উপজেলা পরিষদ, আনসার ভিডিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর জেলা খাদ্য বিভাগ, জেলা নির্বাচন অফিস, মেহেরপুর পাবলিক লাইব্রেরী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমালা অর্পণ করা হয়।
রাত বারোটা ২১মিনিটের সময় মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় মেহেরপুর জেলা যুবদল, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করেন।
রাত ১২টা ৩১ মিনিটের সময় মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে শহীদ মিনারে এসে পুষ্প মাল্য অর্পন করেন।