ধর্ম

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর পালিত

By মেহেরপুর নিউজ

May 03, 2022

মেহেরপুর নিউজ :

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

বৈরী আবহাওয়ার কারণে এবারও মেহেরপুর শহরসহ মেহেরপুর জেলার প্রতিটি গ্রামের মসজিদে মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হয়।

বিগত দুই বছর করোনার কারনে মেহেরপুরের মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। এদিকে মঙ্গলবার ঈদুল ফিতর কে কেন্দ্র করে মেহেরপুর জেলার প্রতিটি গ্রামে ঈদগা মাঠ গুলোকে নব সাজে সাজানো হয়েছিল। সকালে হঠাৎ করে প্রচন্ড মেঘ পরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ঈদগা মাঠের নামাজ অনুষ্ঠিত হতে পারিনি। যে কারণে প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর গড়ার জামে মসজিদে, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসূল মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে,মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন পিয়াদা পারা জামে মসজিদে,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বাস স্ট্যান্ড জামে মসজিদে নামাজ আদায় করেন।