টপ নিউজ

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরের সর্বত্র পবিত্র ঈদুল আযহা পালিত

By মেহেরপুর নিউজ

July 21, 2021

মেহেরপুর নিউজ:

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরের সর্বত্র পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত বছরের ন্যায় খোলা স্থানের পরিবর্তে মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত।

স্বাস্থ্যবিধি মেনে শহরের প্রতিটি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। মেহেরপুরের একাধিক মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান কোর্ট জামে মসজিদে, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুর পুলিশ লাইন জামে মসজিদ, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল হোটেল বাজার জামে মসজিদে, মেহেরপুর-১আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পিয়াদা পাড়া জামে মসজিদে, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বোসপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পিয়াদা পাড়া জামে মসজিদে, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জামে মসজিদে, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম বাস স্ট্যান্ড পাড়া জামে মসজিদ।

এছাড়াও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী খন্দকার পাড়া জামে মসজিদে,মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর নিউজ এর সম্পাদক পলাশ খন্দকার খন্দকার পাড়া জামে মসজিদে, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম সরকারী কলেজ জামে মসজিদে, প্রফেসর হাসানুজ্জামান মালেক টি এন্ড টি জামে মসজিদে,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম বাস স্ট্যান্ড পাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

সকাল ৭ টা থেকে সকাল ৮টার মধ্যে মেহেরপুর জেলার সকল মসজিদে শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ অনুষ্ঠিত হয়।