মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে যতারপুর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টে চাঁদবিল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকেলে যতারপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদবিল ৭ উইকেটে ইসলামপুর একাদশকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইসলামপুর একাদশ নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাজু সর্বোচ্চ ৪৬ রান করেন। চাঁদবিলের পক্ষে আতিক, রাসেল এবং সোহাগ প্রত্যেকে দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমেছে চাঁদবিল ১০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।দলের পক্ষে সোহাগ ৪৬ রান করেন। ইসলামপুরের আহসান, তারিখ এবং সাজু একটি করে উইকেট লাভ করেন। খেলায় সোহাগ ম্যান অফ দ্যা ম্যাচ, একই দলের পল্লব ম্যান অব দ্যা টুর্নামেন্ট, করিম সেরা ব্যাটসম্যান, এটলাচ সেরা বোলার, আহসান সেরা ফিল্ডার এবং ইমরান সেরা নবিন খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
খেলাশেষে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আখতারুজ্জামান খোকন, সাবেক সদস্য জয়নাল আবেদীন, চাঁদবিলের অধিনায়ক আব্দুল মালেক, ইসলামপুরের অধিনায়ক রেজাউল করিম প্রমূখ। এর আগে আমাম হোসেন মিলু ফাইনাল খেলার উদ্বোধন করেন।