মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট লীগ-২০২৪(সিজন ৩) আমঝুপি খেলোঘর জয়লাভ করেছে।শুক্রবার সকালে যতারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি খেলাঘর ৪ উইকেটে কেদারগন্জ বাজার ক্রিকেট একাদশকে পরাজিত করে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই কেদারগন্জ। কেদারগন্জ প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। দলের পক্ষে ইকমান সর্বোচ্চ ২১ এবং শিলন ২১ রান করে।আমঝুপির পক্ষে রাজু ৩ উইকেট লাভ করে।জবাবে খেলতে নেমে আমঝুপি খেলাঘর ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়।
আমঝুপির পক্ষে সোহেল ২৫ রান করে।খেলায় রাজু ম্যান অব দ্যা ম্যাচ এবং সোহেল গেম চেঞ্জার পুরস্কার লাভ করে।খেলা পরিচালনা করেন আকাশ এবং হোসাইন।ধারাভাষ্যকার লাবিব আহম্মেদ। পুরুস্কার দেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন এবং আহসান হাবিব।এ সময় অন্যদের মধ্যে রাতুল, রুপম ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।