ক্রিকেট

যতারপুর ক্রিকেট লীগে আমঝুপি বয়েজ জয়ী

By মেহেরপুর নিউজ

February 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট লীগ-২০২৪(সিজন ৩) আমঝুপি বয়েজ জয়লাভ করেছে। বুধবার বিকেলে যতারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি বয়েজ ৬৫ রানে দারিয়াপুর জুনিয়র ক্রিকেট একাদশকে পরাজিত করে।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই আমঝুপি।আমঝুপি বয়েজ প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান করে।দলের পক্ষে লিয়ন সর্বোচ্চ ৬৩ এবং সাহিন ৩২ রান করে। জবাবে খেলতে নেমে দারিয়াপুর ১৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়।দারিয়াপুরের পক্ষে হাবিব ৩৩ রান করে।

খেলায় লিয়ন ম্যান অব দ্যা ম্যাচ এবং সাহিন গেম চেঞ্জার পুরস্কার লাভ করে ।খেলা পরিচালনা করেন আকাশ এবং রিমন।ধারাভাষ্যকার লাবিব আহম্মেদ। পুরুস্কার দেন যতারপুর ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন মাসুদ পারভেজ এবং সাবেক খেলোয়ার মনিরুল ইসলাম ও আফিরুল ইসলাম।