মেহেরপুর নিউজঃ
যতারপুরে মরহুম মাওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে মরহুম মাওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম মাওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আমেরিকা প্রবাসী মোস্তফা কামাল বেলুন এবং পায়রা উড়িয়ে মরহুম মাওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
মতিউর রহমান ডাবলু বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী শাহজাহান বিশ্বাস আকামত, মফিজুর রহমান উজ্জ্বল বিশ্বাস, আখতারুজ্জামান সাগর, আশরাফুল আলম সাবু, আখতারুজ্জামান খোকন বিশ্বাস, সেলিম বিশ্বাস, নুরুল ইসলাম, সাহাজুল ইসলাম, আসাদুল ইসলাম, আজমত বিশ্বাস আকাশ প্রমূখ।