মেহেরপুর নিউজ,১৬ নভেম্বর:
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, প্যারিসে জঙ্গি হামলার ২৪ ঘন্টার মধ্যে অন্তত তিনজনকে সনাক্ত করা গেছে বলে আমরা খবর পেয়েছি। দেশেও আমরা ওই রকম একটি দৃষ্টান্ত দেখতে চাই। আমরা কাছাকাছি চলে এসেছি, হবে, হচ্ছে সরকারপক্ষ থেকে এ ধরণের ভবিষ্যতকালের কথা বলা এটা আমাদের বড় বিরক্ত করে ফেলেছে। আমরা এখন অতীত ও বর্তমানকালের ভালো কিছু কথা শুনতে পারলে একটু আশ্বস্ত হতে পারি। যেমন কাউকে ধরা হয়েছে, শাস্তি দেয়া হয়েছে বা সনাক্ত করা হয়েছে। এমন কথা জাতির নিরাপত্তা বিধানে বড় সহায়ক হতে পারে। আমরা এমন কথা শুনতে চাচ্ছি। আমরা আশা করবো যাদের উপর দায়িত্ব আছে তারা যেন সেই ব্যাপারে সজাগ থাকেন। কেননা প্রকৃত দোষীদের সনাক্ত করে যদি বিচারের আওতায় না নিয়ে আসা যায় তাহলে কোনোদিনও জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। যতক্ষন পর্যন্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে ততক্ষন মানবাধিকার হুমকির সন্মুখীন থাকে ।
সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বিদেশী হত্যার ঘটনায় সরকারের বিভিন্ন মহল থেকে নানা মন্তব্যর প্রেক্ষিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে কি মনে করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মিজানুর রহমান এ কথাগুলো বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অলোক কুমার দাস উপস্থিত ছিলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়াার্ড, রান্নাঘর, ল্যাবরেটরী পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন।
শিশু ত্বকীর হত্যার বিচার প্রসঙ্গে ড. মিজানুর রহমান বলেন, শিশু রাজন এবং রাকিবের ক্ষেত্রে যে ধরণের দ্রুততম উপায়ে ন্যায় বিচার বিভাগের দৃষ্টান্ত আমরা পেয়েছি, একইভাবে শিশু ত্বকী হত্যার বিচারের ক্ষেত্রে বিচার বিভাগ তার পূর্ণ স্বাধীনতার সাক্ষর রাখবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, সকল বিবেচনার ঊর্ধে থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে যা যা করার দরকার বিচার বিভাগ সেটি করে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সাধ্যমত চেষ্টা করে যাবেন এমন প্রত্যাশা আমাদের।
বিচার বহির্ভুত হত্যাকান্ড এখনও ঘটছে প্রসঙ্গে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড কখনোই কোনো সমাজে, কোনো সভ্য রাষ্ট্রে যেখানে আইনের শাষনের নূন্যতম একটি মানদন্ড রয়েছে সেখানে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এবং সকল সময়ই আমরা এটাকে সমালোচনা করি এবং আমরা এটাকে পরিতাজ্য বলে মনে করি। এটা শুধু মানবাধিকার কমিশনের একার কাজ নই, সকলকেই সমস্বরে এটাকে রুখে দিতে হবে। তিনি বলেন ধ্বংসাত্মক রাজনীিিত যারা করেন তাদের থেকেও জনগণকে সাবধান করে দিতে হবে। যেনো কোনো অজুহাত না থাকে আইনশৃক্সখলা বাহিনীর হাতে। যাতে বিচার বহির্ভুতভাবে কেউ তার প্রাণটি কেড়ে নিতে পারে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিত্র নিয়ে ড. মিজানুর রহমান বলেন, ১০০ শয্য বিশিষ্ট হাসপাতালের সুযোগ সুুবিধায় ২৫০ শয্যার হাসপাতালে সেবা দেয়া অসাধ্য ব্যাপার। এখানে রাষ্টকে এগিয়ে আসতে হবে। চিকিৎসক, ঔষধ সরবরাহ, নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। তবে বিদ্যামান যে কাঠামো রয়েছে একটু আন্তরিক হলে পরিস্কার পরিচ্ছন্নতাার দিকটা আর একটু ভালোভাবে করা সম্ভব । হাসপাতাল ও তার চারপাশে যদি পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ সেটিও কিন্তু একটা রোগীর মনে ইতবাচক প্রভাব ফেলে। সেটিও দায়িত্বশীলদের দেখার দরকার।
মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভ’মিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: হামিদুল আলম, সিভিল সার্জন ডা: মজিবুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) খাইরুল হাসান, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, জেলঅ আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আশকার আলী, গাংনী উপজেলা মহিলা আওয়ামীলীহের সভানেত্রী নুর জাহান বেগম, আইনজীবী ইব্রাহিম শাহিন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সেলিনা হোসেন প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।