মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আওয়ামী মৎসজীবী লীগ মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আবু আবিদের সভাপতিত্বে সম্মেলনের জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহীন,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ – সভাপতি ড,মমতাজ খানম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, মহাসিন আলী, আব্দুস সালাম প্রমুখ। পরে শরিফ উদ্দিন নিকুলকে সভাপতি এবং আশকার অালীকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট জেলা মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়।