মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য মেলা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গনে তারন্য মেলা ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিক্ষা অফিসার হযরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা, সহকারী প্রধান শিক্ষক তারিক মুছা, ইউনুছ আলী, তৌহিদুল ইসলাম লাড্ডু, ফারুক হোসেন, ছালমা খাতুন, নাসিমা খাতুন, সেলিনা খাতুন প্রমুখ।
পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাঁচটি স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসে।সেখানে বাঙালির পছন্দের বিভিন্ন রকমের পিঠার মধ্যে জামাই পিঠা ভাপা পিঠা পুলি পিঠা পিঠা রঙ্গিলা বরফি ডিম সুন্দরী বউ সুন্দরী, কদম ফুলি, পাকান পিঠা, বকুল পিঠা, হৃদয় হরন, বিস্কুট পিঠা উল্লেখযোগ্য।
পিঠা মেলায় দশম শ্রেণীর স্টলে সর্বোচ্চ ৪৮ আইটেমের পিঠা প্রদর্শিত হওয়ায় তারা প্রথম স্থান অধিকার করে। ষষ্ঠ শ্রেণীর স্টলটি দ্বিতীয় স্থান অধিকার করে।