বর্তমান পরিপ্রেক্ষিত

মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

By মেহেরপুর নিউজ

January 01, 2021

বারাদী প্রতিনিধি:

মেহেরপুর সদরের স্বনামধন্য মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বই বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মেহেদী রেজার সভাপতিত্বে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন বই উৎসবের শুভ উদ্বোধন করেন ।

বছরের প্রথম দিনেই সরকারি নির্দেশনায় এ নতুন বই পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা খুবই আনন্দ প্রকাশ করেছে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিক তারিক মুছা, ইউনুচ আলী, ফারুক হোসেন, ছালমা পারভিন, তৌহিদুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।