আইন-আদালত

মোবাইল কোর্ট বসিয়ে ৬ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা

By মেহেরপুর নিউজ

April 05, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৬ দোকানিকে ৩ হাজার ৭০০ শ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে মোবাইল কোর্ট বসিয়ে ৬ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

জানা গেছে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় গরুর মাংসের বাজার তদারকি করার সময় স্থানীয় সরকারের বেঁধে দেওয়া ৬৮০ টাকার স্থলে ৭০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রী করায় মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার ৬ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

মেহেরপুরের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে মোবাইল কোট বসানো হয়। মোবাইল কোটে বেশি দামে গরুর মাংস বিক্রি এবং সরকারি আইন অমান্য করায় জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারে ৬ ব্যবসায়ীর নিকট থেকে ৩ হাজার ৭০০ শ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান,মাংসের বাজারে তদারকী অব্যাহত থাকবে। মোবাইল কোট পরিচালনার সময় মেহেরপুর সদর থানার সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সহ মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।