শহিদুল ইসলাম, ২০ এপ্রিল:
মেয়ের লাশ দাফন করার পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর নিজেও মেয়ের কাছে চলে গেলেন মমতাময়ী মা খোদেজা খাতুন (৭০)।
মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে তিন টার দিকে । ওই সময় অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খোদেজা খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামেরউত্তরপাড়ার মৃত ইরফান আলী স্ত্রী।
স্থানীয়রা জানান, খোদেজা খাতুনের ছোট মেয়ে নারগিছ খাতুন (৪০) ব্র্যাকের ঝিনাইদহ ডাকবাংলা শাখায় কর্মী হিসেবে চাকরী করতেন। বৃহস্পতিবার দুপুরে দিকে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মারা যান। পরদিন শুক্রবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ মেহেরপুরে গাংনী উপজেরার হেমায়েতপুর গ্রামের স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যার পর তাকে দাফন করা হয়। এদিকে মেয়ের লাশ দাফন করার সাথে সাথেই মা খোদেজা খাতুন শোকের পাথর হয়ে হৃদরোগে আক্রান্ত হন। আক্রান্ত খোদেজা খাতুনকে শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
স্থানীয়রা আরো জানান, খোদেজা খাতুনের তিনি ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিলেন নারগগিছ খাতুন। নারগিছ বেশিরভাগ সময় তার মায়ের কাছেই থাকতেন। নারগিছ খাতুন গাংনীর হেমায়েতপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।