মেহেরপুর নিউজ,২২ জুন মেহেরপুর সদর উপজলো হাজী সমতিরি উদ্যেগে শনবিার সকালে মেহেরেপুর হোটলে বাজার জামে মসজদিে বে সরকারী হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাজী সমিতির সভাপতি গোলাম রসূলরে সভাপতত্বিে অনুষ্ঠানে বক্তব্য রাখনে জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দীন বেলালী, আব্দুল আজিজ, মোজাম্মেল হোসনে প্রমুখ। প্রশিক্ষণে ওমরা ও যিয়ারতরে বিধান এবং হজ্বরে গুরুত্ব ও উদ্দশ্যে নিয়ে আলোচনা করা হয়। বে সরকারী ভাবে এবার জেলা থেকে মোট ৯০ জন পবিত্র হজ্ব পালন করবনে বলে জানা যায়।