বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ৪ নং ওয়ার্ডে জামায়েত ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

By Meherpur News

April 24, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়েত ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরের কালাচাঁদপুর গ্রামে এ পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড জামায়েত ইসলামির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়েত ইসলামির আমির সোহেল রানা ডলার।

বক্তব্য রাখেন সদর উপজেলা আমির সোহেল রানা, কালাচাঁদপুর জামে মসজিদের সভাপতি আইয়ুব আলী।এর আগে মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান কালাচাঁদপুর গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।