মেহেরপুর নিউজ,১৪ আগষ্ট:
মেহেরপুর শ্রী শ্রী হরিসভা প্রদায়নী মন্দিরের উদ্যোগে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কিত্তন দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সমপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর অ্যাড, পল্লব ভট্টাচার্য, আওয়ামীলীগ নেতা অ্যাড. ইব্রাহিম শাহিন, কার্তিক চন্দ্র প্রমুখ। পরে সেখানে ভক্তদের মাছে প্রসাদ বিতরণ করা হয়।এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বিভিন্ন পসরা সাজিয়ে দোকানীরা ষ্টল দিয়ে সেখানে মেলা বসায়।