গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার আবু সালেহ মােহাম্মদ নাজমুল হক সাগর (নৌকা) প্রতীক নিয়ে ২৩হাজার ১৩৫ ভােট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মােট ভােট পেয়েছেন ৭২ হাজার ৭২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হােসেন ( ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভােট। এ আসনে মােট ভােটার সংখ্যা সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৯২৯। পােল হয়ে ৪৮ % ভােট।