মেহেরপুর নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসন থেকে ১জন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ সাইদুল আলম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। বর্তমানে মেহেরপুর-১ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা টিকে রইলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদিন,জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর জেলা ন্যাশনাল পিপলস পার্টির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন, কৃষক মুক্তি জোটের মোঃ বাবুল জম।