নির্বাচন

মেহেরপুর-১ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

By মেহেরপুর নিউজ

November 30, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদনকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, মোঃ জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হামিদ, ন্যাশনাল পিপলস পার্টির জেলা সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন, কৃষক মুক্তি জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ বাবুল জম, মেহেরপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ সাইদুল আলম, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টি (জেপি)আহবায়ক মোঃ মওলাদ আলী খান তাদের মনোনয়নপত্র জমা দেন।