নির্বাচন

মেহেরপুর-১ আসনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা আব্দুস শুকুর

By মেহেরপুর নিউজ

November 18, 2023

মেহেরপুর নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর–১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা প্রতীক ) মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ–সম্পাদক,  (কেন্দ্রীয় উপ-কমিটি), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ–কমিটি‘র সদস্য,  মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুস শুকুর ইমন।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।

শনিবার দলীয় প্রধান কার্যালয় থেকে ফরম বিক্রির প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুস শুকুর ইমনের পক্ষে অরুপ শিশির মেহেরপুর–১ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মোঃ আব্দুস শুকুর ইমন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক, সভাপতি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, আজিমপুর, ঢাকা ও  গাংনী মহিলা কলেজের গভর্নিং বডি‘র সভাপতি, মেহেরপুর জেলায় স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মূখপাত্র সহ বিভিন্ন দায়ীত্ব পালন করেন।

এছাড়াও আব্দুস শুকুর ইমন বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি আইপি টিভি “রাজধানী টিভি”র চেয়ারম্যান ও “দৈনিক মেহেরপুর প্রতিদিন” এর প্রকাশক।