মেহেরপুর নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা প্রতীক ) মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মোঃ মিয়াজান আলী।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।
শনিবার দলীয় প্রধান কার্যালয় থেকে ফরম বিক্রির প্রথম দিনে অ্যাডভোকেট মিয়াজান আলী মেহেরপুর-১ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তৃতীয় তলায় খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিতরণ এবং কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।