রাজনীতি

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন কে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 25, 2010

নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার কাজী কুদরুতুল ইসলাম বিদ্যালয়ের উদ্দ্যেগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি এ্যাডভোকেট কাজী শহিদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাচ আলী। বক্তব্য রাখেন সাইবার হোসেন, আবু বক্কর, হায়দার আলী প্রমূখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন আলাউদ্দিন আহাম্মদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালেয়র পক্ষ থেকে সংসদ সদস্যকে নৌকা কোটপিন উপহার দেয়া হয়।