নির্বাচন

মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গণসংযোগ কার্যক্রম শুরু

By মেহেরপুর নিউজ

December 18, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ যাওয়ার পরপরই মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন। তিনি নৌকার আদলে তৈরি একটি ইজিবাইকে দাঁড়িয়ে গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন।

এসময় তিনি তার বক্তব্য বলেন, বিগত ১০ বছরে মেহেরপুরে ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম রবি, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।