মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুন: মেহেরপুর জেলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো ততদিন মেহেরপুরের মানুষ ও জেলার উন্নয়নের জন্য কাজ করে যাবো। তিনি প্রধানমন্ত্রীর সাথে তৃণমূল নেতাদের বৈঠক প্রসঙ্গেঁ বলেন,কিছু নেতা একে অপরের বিরুদ্ধে বলেছে। কিন্তু আমি মেহেরপুরে স্থলবন্দর সহ সকল উন্নয়ন কাজ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করে বক্তব্য রেখেছি। শুক্রবার রাতে মেহেরপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংসদ সদস্য এসব কথা বলেন। আজ শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের চেম্বারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার আব্দুল মতিন,পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,মেহেরপুর পৌর আওয়ামীলীগ নেতা ইসলাম আলী প্রমূখ। সংসদ সদস্য জয়নাল আবেদিন বলেন,মুজিবনগর ডিগ্রী কলেজে ছাত্র-পুলিশের সংঘর্ষ এবং ক্যাম্পাসে ভাংচুরের ঘটনা অনাকাংখিত। বিষয়টি অতিদ্রুত সুরাহা করা হবে। এজন্য শনিবার বেলা ১১ টায় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কলেজ পরিদর্শনে যাবো। আশাকরছি সমাধানের পথ তৈরী হবে। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,মেহেরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক পলাশ খন্দকার,মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও প্রথম আলো প্রতিনিধি তুহিন আরণ্য মেহেরপুর ইলেকট্রনিক্্র মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম,সাধারন সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফা,সহসভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি আবু লায়েচ লাবলু,সদস্য ও ইসলামিক টিভি প্রতিনিধি জুলফিকার আলী কানন,মাইটিভি প্রতিনিধি মো:আবু আক্তার,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাহবুবুল হক পোলেন প্রমূখ।