মেহেরপুর নিউজ,১৩ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সাংসদ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া বুলু। বক্তব্য রাখেন নুরুল ইসলাম, কাবুল আলী, ইসমাইল হোসেন প্রমুখ। পরে ্সাংসদকে ফুল ও মানপত্র প্রদান করা হয়।