অন্যান্য

মেহেরপুর সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত ২

By মেহেরপুর নিউজ

May 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ মে: মেহেরপুর শহরের অদুরে বিসিক শিল্পনগরী সংলগ্ন সড়কে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ২ জন আহত হয়েছে। আহতরা হলো:সদর উপজেলর বসন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী রেনু খাতু(৫২) ও গাংনীর সাহারবাটি গ্রামের জাফর আলীর ছেলে সাইফুল। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রা৩ ৯টার দিকে গাংনীর সাহারবাটি গ্রামের সাইফুল মোটরেসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বিসিক শিলল্পনগরীর সংলগ্ন সড়কে বনসন্তপুরের রেনু খাতুন রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক সাইফুল নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিলে দুজনেই রাস্তাই ছিটকে পড়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত রেনুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।