মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মে:
মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়াংটাইগার ক্রিক্রেট কানিকে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল চ্যাম্পিয়ন ও গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
আজ শনিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়াংটাইগার ক্রিক্রেট কানিকে জিনিয়াস স্কুল, গ্লোরিয়াস ,হলি চাইল্ড ও মিশন স্কুলের মধ্যকার খেলায় জিনিয়াস ল্যাবরেটরি স্কুল চ্যাম্পিয়ন ও গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী রানার্সআপ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুরে জেলা প্রশাসক হাসান মাহমুদ , মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আতাইল হাকিম লাল মিয়া, আনোয়ারুল হক শাহী, হিলন প্রমুখ।
![bikgopti](https://www.meherpurnews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-01-at-8.38.44-PM.jpeg)
![](https://www.meherpurnews.com/wp-content/uploads/2023/04/Afia-Telecom.jpg)