মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর সুপার ক্রিকেট লীগে মেহেরপুর ৮ নং ওয়ার্ড জয়লাভ করেছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ৮ নম্বর ওয়ার্ড ৪ উইকেটে উজলপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে উজলপুর ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুকুল ৮৭ এবং রানা ৩৩ রান করেন। মেহেরপুর ৮ নম্বর ওয়ার্ডের পক্ষে বোরহান, সজিব, রেদোয়ান, সিয়াম দুটি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে মেহেরপুর ৮ নম্বর ওয়ার্ড আবির ও রেদোয়ানের অর্ধশতকের উপর ভর করে ১৫.২ ওভারের ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আবীর ৭৯ এবং রেদওয়ান ৫০ রান করেন। উজলপুরের পক্ষে মুকুল ৩ উইকেট লাভ করেন। খেলায় রেদোয়ান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুর রহমান লিটন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
এর আগে মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর সুপার ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর সুপার ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর সুপার ক্রিকেট লীগের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি উভয় দলের খেলোয়াড়ের সাথে পরিচিত হন। এর আগে অতিথিবৃন্দ কেক কাটেন এবং টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।