মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি:
মেহেরপুর সরকারী শিশু পরিবারের উদ্যেগে সোমবার সকালে শিশু পরিবার মাঠ প্রঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশকার আলী। বক্তব্য রাখেন সরফরাজ হোসেন মিদুল, তৌফিকুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।