মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন উপস্থিত থেকে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, লোকগান, দেশগান, কবিতা আবৃত্তি, নৃত্য, হামদ নাতসহ বিভিন্ন ইভেন্টের বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন বলেন, আত্মার পরিশুদ্ধি ও পরিপুষ্টির জন্য আমাদের সাহিত্য ও সংস্কৃতিলগ্ন হতে হবে।
হতাশ প্রজন্মকে সজীব সপ্রাণ, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত এবং আত্মশক্তিতে বলীয়ান করে তোলার জন্য সংস্কৃতিচর্চার বিকল্প নেই। বাঙালি সংস্কৃতিমান জাতি, এ জাতির রয়েছে সুমহান সাংস্কৃতিক ঐতিহ্য। তিনি বলেন,যুগে যুগে অশুভ শক্তিকে আমরা পরাস্ত করেছি সংস্কৃতির দুর্মর শক্তি দিয়ে।
অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মিরাজ উদ্দিন, ড. মোহাম্মদ সারোয়ার হোসেন, রূপালী বিশ্বাস, নাসির উদ্দীন প্রমুখ।