মেহেরপুর নিউজ, ২৯ অক্টোবর:
মেহেরপুর জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের আয়োজনে ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সরকারী কলেজ মিলনায়তনে জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের সভাপতি শওকত আরা মিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খুয়াদ খান, মানবকন্ঠ’র জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না, কালেরকন্ঠ’র জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর খান মিলন, সাংগঠানিক সম্পাদক ওমর ফারুক খান।
জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের যুগ্ম সম্পাদক মোহাইমিনুর রহমান আবিরের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এসময় সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরুত ই খোদা রুবেল, জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান নাহিদ, সদস্য মালিহা মেহেজাবিন, মিতু আক্তার, তহমিনা খাতুন তন্নি, আহাদ বিন রাব্বি, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিমসহ সরকারী কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান বলেন, অর্থনৈতিক ভাবে এ জেলা অনেক এগিয়ে আছে। আগামীতে শিক্ষায় এগিয়ে নিতে পারলে এ জেলার অনেক সম্ভবনা রয়েছে। শিক্ষাকে এগিয়ে নিতে হলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠন করতে হবে। তিনি বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গীবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, মেহেরপুরের তরুণ সমাজের মধ্যে একটা জাগরণ লক্ষ করা যাচ্ছে। এটা ধরে রাখতে পারলে আগামীতে অনেক কিছু করা সম্বব। তিনি এ ধারা অব্যহত রাখতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।