মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শিশু পরিবার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সরকারি শিশু পরিবারের শিশুর এখানে মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শন করে।