মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে (২য় দিন) মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফসর মুহা,আবদুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে প্রভাষক নাসির উদ্দীনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক,আব্দুল হামিদ, মিরাজ উদ্দীন,প্রভাষক রুপালি আখতার, অভিভাবকনআতিয়ার রহমান, অচিন্ত সরকার,বায়াজিদ বোস্তামি,রেজাউল করীম রেজা,ওয়াহেদ মুরাদ,সামছুল আলম,সাহারুল ইসলাম, আমিনুল ইসলাম,অনন্যা আখতার পান্না,অভিভাবক সমাবেশে কমিউনিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শিক্ষার মানোন্নয়ন, কলেজ পরিচালনার অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়। একই সাথে স্কুল কলেজে ক্লাস চলাকালীন সময় কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে আলোকপাত করেন।