বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 27, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা।

পরীক্ষাকে সামনে রেখে দশম শ্রেণীর ছাত্রীদের বিদায় দিয়েছে শিক্ষকরা। অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুজ্জামান এর সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া আফরিন এলিসা ও নাফিজা রেজা এর সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আব্দুল হামিদ, আলিমুজ্জামান রিপন, কেএম খসরু পারভেজ, সৌরভ হোসেন সেকেন্দার আলী, সাইফুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, তাসনিয়া তাহসিন রুদাবা, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, ঈশিতা আফরিন মৌসি, নিলুফা ইয়াসমিন রিয়ানা, রোজা ইয়াসমিন মুন্নি, মাসুমা খাতুন, আফ্রিনা তাবাসসুম তৃষা।

সভাপতি মিজানুজ্জামান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে,অনুষ্ঠানের শেষে দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া, বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দিয়েছে শিক্ষকরা।