মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের ছাত্র নাসিম, পাভেল, নাঈম, রিকি, রাব্বি ও রিফাত বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিং ডং জয় করেছেন।
বৃহস্পতিবার মেহেরপুরের এই ৬ তরুণ ৬ ঘন্টা দুর্গম পাহাড়ী পথ অতিক্রম করে শেষ পর্যন্ত তাজিং ডং এর সর্বোচ্চ চূড়ায় পোঁছায়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও মেহেরপুরকে পরিচিতি করার লক্ষ্যে নিয়ে ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় বান্দরবান জেলার থানচি উপজেলা থেকে রওনা দিয়ে টানা ঘন্টা দুর্গম পাহাড়ী পথ অতিক্রম করে বোর্ডিং পাড়ায় পৌঁছায়, ঐদিন রাতে আরও তিন ঘণ্টা পায়ে হেঁটে শেরকর পৌঁছায়।
পরদিন সকালে আরও দুই ঘণ্টা হেঁটে শেষ পর্যন্ত তাজিং ডং এর চূড়ায় পোঁছায় ৬ যুবক। নাসিম, পাভেল, নাঈম, রিকি, রাব্বি ও রিফাত জানান বাংলাদেশ সরকার ঘোষিত সর্বোচ্চ চূড়া তাজিং ডং এর সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম, তাই তাজিং ডং এর সর্বোচ্চ চুড়াতে পৌঁছাতে সক্ষম হয়।