বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

January 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ। এর আগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং পরে তাদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।