মেহেরপুর নিউজঃ
তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফারজান খান জুটি, মুতাসিম জুটি, সাগর জুটি, সাজিদ জুটি, ফরহাদ জুটি এবং সাজিদ জুটি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
বুধবার দুপুরে সরকারি কলেজ মাঠে খেলায় ফারজান খান জুটি ২-০ সেটে সাঈদ জুটিকে। মুতাসিম জুটি ২-০ সেটে অর্পণ জুটিকে। সাগর জুটি ২-০ সেটে পারভেজ জুটিকে। সাজিদ জুটি ২-০ সেট অন্তর জুটিকে। ফরহাদ জুটি ২-০ সেটে সাব্বির জুটিকে এবং সাজিদ জুটি২-০ সেটে লাবিব জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলি মালিথা, সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম শরীরচর্চা শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ খেলা উপভোগ করেন।