খেলাধুলা

মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 22, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সরকারি কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালীথা,তারুণ্যের উৎসব উপ কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, সহকারী অধ্যাপক বশির উদ্দিন। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এদিকে এর আগে মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্যালেন্ডার এর মোড়ক উন্মোচন করা হয়। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির ক্যালেন্ডার মোড়ক উন্মোচন করেন।