ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুর সরকারি কলেজে পিঠা উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 23, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজে পিঠা উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি কলেজ মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।

মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শেখ বখতিয়ার উদ্দিন ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি পিঠা মেলার স্টল পরিদর্শন করেন। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথা, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগি অধ্যাপক মইনুল ইসলামসহ কলেজের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সহ আধুনিক যুগের বিভিন্ন ধরনের পিঠা মেলায় স্থান পায়। এদিকে পিঠা উৎসব উপলক্ষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল পরিমাণ দর্কক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন।