খেলাধুলা

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 25, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোল, মশাল জালানো এবং কবুতর উড়িয়ে সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবীর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মেহেরপুর সরকারি কলেজের বিএনসিসি এর রোভার দল অধ্যক্ষকে গার্ড অব অনার প্রদান করে। অধ্যক্ষ প্রফেসর ড.একেএম নজরুল কবীর প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি মশার জ্বালিয়ে এবং কবুতর উড়িয়ে সরকারি কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে সেখানে ক্রীড়াবিদদের শপথ অনুষ্ঠিত হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্রীড়া উপ কমিটির আহবায়ক মোঃ খেদমত আলী মালিথা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, প্রফেসর খুরশিদ আলম, ফুয়াদ খান, মেহেরুন ডলি, আলমগীর হোসেন, এ এইচ এম রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।