মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীরের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক তাকওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট আবির হোসেন,কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলি মালিথ্যা,জেলা শিক্ষা অফিসার হযরত আলী সহ মেহেরপুর সরকারি কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন। পরে সেখানে মোনাজাত করা হয়।