প্রেস বিজ্ঞপ্তি:
মেহেরপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বর্তমান সরকারের ঘোষিত পে-স্কেলের ফিক্সেশনে বেতন প্রদানে হয়রানির অভিযোগে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ.বি.এম শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখার নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন ।
শুক্রবার বিকাল ৪টার দিকে এই সমš^য় পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নকিম উদ্দীনের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ তাদের বেতন প্রদানের দাবীতে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অফিসে গেলে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ.বি.এম শামসুদ্দিন আহমেদ অপদস্থমূলক কথা বলে পুলিশে দেবার হুমকী প্রদান করেন। এই ঘটনার প্রতিবাদে সভায় বক্তব্য রাখেন জেলা কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি জনাব নকিম উদ্দীন, সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির জেলা সভাপতি কমরউদ্দীনসহ উপস্থিত ছিলেন শতাধিক নেতৃবৃন্দ।তাঁর অপসারণের দাবীতে বিভিন্ন কর্মসূচী পালনের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক নকিম উদ্দীন বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন।
ঘোষনা অনুযায়ী আগামী ৩১ শে জানুয়ারী রবিবার তার অপসারণের দাবীতে বিকাল ৫ টায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ১ ফেব্রয়ারি সোমবার মানব বন্ধন, ২ ফেব্রয়ারি মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ, ৩ ফেব্রয়ারি বুধবার হিসাব রক্ষণ অফিসের সামনে অবস্থান, ৪ ফেব্রয়ারি পযর্ন্ত তার অপসারণ না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।