বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ নলকূপ স্থাপন

By Meherpur News

March 27, 2025

মেহেরপুর নিউজঃ

মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ ও মহিলা কলেজ রোড এলাকায় একটি নলকূপ স্থাপন করা হয়েছে।

এই নলকূপ থেকে প্রায় ১,৫০০ শিক্ষার্থী এবং আশপাশের বাসিন্দারা বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা পাবেন। উদ্যোগটি স্থানীয় শিক্ষার্থী, মসজিদে আগত মুসল্লি এবং এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করবে।

দীর্ঘদিন ধরে এ অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব ছিল, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছিল। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের এই প্রকল্পের ফলে শিক্ষার্থীদের পাশাপাশি মসজিদের মুসল্লি ও স্থানীয় জনগণ উপকৃত হবেন।স্থানীয় বাসিন্দারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।