বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সম্মিলিত পেশাজীবী পরিষদ আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 30, 2024

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পেশাজীবি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালের দিকে শহরের কাথুলী সড়কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাজমুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ কামরুল হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন,বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাড. আব্দুল আলিম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, পাবলিক প্রসিকিউটর আবু সালেহ নাসিম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, রুমানা আহমেদ,আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমূখ।