অন্যান্য

মেহেরপুর সদর হাসপাতাল চত্বর থেকে মোটরসাইকেল চুরি

By মেহেরপুর নিউজ

February 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ ফেব্রয়ারিঃ মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রধান ফটক থেকে গাড়ির লক ভেঙ্গে ১২৫ সিসি একটি ভারতীয় ডিসকভারি মোটরসাইকেল (মেহেরপুর-হ-১১-২৯৪১) চুরি করে নিয়ে গেছে চোরের দল। মোটরসাইকেলের মালিক নির্মল হালদার মেহেরপুর নিউজকে জানান,শুক্রবার বেলা ১১ টার দিকে হাসপাতাল চত্বরে মোটরসাইকেলটি রেখে ইমারজেন্সি বিভাগে রোগী দেখতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি মোটরসাইকেল নাই। ঘারের লক ভেঙ্গে চোরের দল নিয়ে গেছে। তিনি বলেন,এত লোকজনের ভিতরে কিভাবে এই কাজটি করা সম্ভব আমি ভেবে পাচ্ছিনা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি বলেন,এ ব্যাপারে সাধারন ডায়েরীর প্রস্তুতি চলছে। পুলিশী অভিযান শুরু হয়েছে। আশাকরছি মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হবে।